গোপালগঞ্জে মতুয়া প্রতিনিধি সভায় ভারতের হাইকমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৪:১৬ | আপডেট: ০৯ আগস্ট ২০২৩ | ১৪:১৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে শ্রীধাম ওড়াকান্দি মতুয়া মহাসংঘের প্রতিনিধি সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। মহাসংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতুয়াচার্য অমিতাভ ঠাকুর ও মতুয়া মহাসংষের সভাপতি দেবব্রত ঠাকুর।
মহাসংঘের কার্যকরী সভাপতি উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর জানান, সভায় যোগ দিতে বুধবার দুপুরের আগেই হাইকমিশনার প্রণয় ভার্মা ওড়াকান্দি এসে পৌঁছান। তিনি মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ মন্দির ও গুরুচাঁদ মন্দির পরিদর্শন করেন। পরে যোগ দেন মতুয়া প্রতিনিধি সভায়। সভা শেষে হাইকমিশনার ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মধ্যাহ্নভোজে যোগ দেন।
ওড়াকান্দি থেকে বিকেলে হাইকমিশনার টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্টে শহীদসহ মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে মন্তব্য লেখেন হাইকমিশনার।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, টুঙ্গিপাড়া থানার ওসি এস এম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।