আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি

গাইবান্ধায় আদিবাসী দিবসে বুধবার সাঁওতালদের বিক্ষোভ মিছিল-সমকাল
গাইবান্ধা ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী দিবসে সাঁওতাল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বাপদাদার সম্পত্তি ফেরতসহ সাত দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সাঁওতালরা।
গতকাল বুধবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ ও জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য দেন ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য ময়নুল ইসলাম, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রুমিলা হেমব্রম ও সুচিত্রা তৃষ্ণা মুরমু প্রমুখ।
এর আগে মাদারপুর ও জয়পুরপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশ নেয়।
এদিকে আদিবাসী দিবসে পাবনার ঈশ্বরদীতে বসবাসকারী আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতিসহ ৫ দফা দাবি জানিয়েছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তারা।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী শাখার প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান পাঞ্জাবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লেখক-গবেষক ফারহা তানজিম তিতিল। বিশেষ অতিথি ছিলেন– পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বিএসআরআইয়ের বিজ্ঞানী ড. ইসমত আরা লাইলি, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, অধ্যাপক হাসানুজ্জামান, সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, সুশান্ত মুন্ডারী, সাবিনা সরকার প্রমুখ।
- বিষয় :
- মানববন্ধন
- সাঁওতাল
- আদিবাসী
- সাংবিধানিক স্বীকৃতি