নওগাঁয় ৪৮ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার

নওগাঁ শহরের বাসস্ট্যান্ড এলাকায়
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ০৬:৩৬ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৬:৪১
কারাবন্দী চালকের ‘মুক্তির আশ্বাসে’
৪৮ ঘণ্টা পর নওগাঁয় বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা। বুধবার রাতে জেলা
মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক গ্রুপের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ
রুটে শুরু হয় বাস চলাচল। এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
শুরু করেন পরিবহন শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা মোটর
শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম। তিনি বলেছেন, ধর্মঘটের শুরু থেকেই জেলা প্রশাসন
ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক চলে। বুধবার রাতে তাঁদের সঙ্গে আবারও বৈঠক হলে জেলা প্রশাসক
কারাবন্দী চালক ইমরানের জামিনের বিষয়ে আশ্বস্থ করেছেন। পরে সাধারণ শ্রমিকদের সঙ্গে
বৈঠকে সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, আগামী রোববার ইমরানের জামিনের শুনানি অনুষ্ঠিত হবে। ওদিনের ফলাফল দেখার অপেক্ষায় আছে পরিবহন শ্রমিকরা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন নওগাঁর জেলা
প্রশাসক গোলাম মওলা। তিনি জানিয়েছেন, কারাবন্দী ওই চালককে জামিন দেওয়া না দেওয়া বিচারকের
বিষয়। আদালতে বিচারাধীন মামলায় কাউকে জামিন দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসনের নেই। জনভোগান্তি
দূর করতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের প্রতিনিয়ত অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের
প্রেক্ষিতে তারা বাস চলাচল স্বাভাবিক করেছে।
উল্লেখ্য, গত ৩০ জুন সন্ধ্যায় শহরের
মশরপুর বাইপাস এলাকায় আব্দুল জলিল শিশুপার্কের সামনে হানিফ পরিবহনের একটি বাস কয়েকটি
ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে পার্কে ঘুরতে আসা বেশ
কয়েকজন দর্শনার্থীসহ ২১ জন গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যুও হয়। এ ঘটনার পরের দিন
বাস চালক ইমরান হোসেনের বিরুদ্ধে মামলা করেন আহতদের এক স্বজন। ১৬ জুলাই আদালতে হাজির
হয়ে জামিনের আবেদন করেন চালক ইমরান হোসেন। সে সময় জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন আদালত।
- বিষয় :
- বাস ধর্মঘট
- নওগাঁ
- রাজশাহী
- নওগাঁ