ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দক্ষ মানব সম্পদ দরকার: স্থানীয় সরকারমন্ত্রী

উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দক্ষ মানব সম্পদ দরকার: স্থানীয় সরকারমন্ত্রী

লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ১৬:৩৩

‘যে কোনো জাতির ভাগ্য উন্নয়নের জন্য সেই জাতির মানুষকে কাজ করতে হয়। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যেখানে বাইরের শক্তি এসে কোনো জাতিকে উন্নত করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ, স্মার্ট ও উন্নত মানবসম্পদ দরকার। তাহলেই সম্ভব উন্নত বাংলাদেশের স্বপ্নপূরণ।’ 

শুক্রবার লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ইউনিয়ন ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলার। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে শামিল হওয়া। এই লক্ষ্য অর্জন করতে গেলে সমাজ থেকে বাল্যবিয়ে ও নিরক্ষরতার মতো অভিশাপগুলো সম্পূর্ণ দূর করতে হবে।’ তাঁর ভাষ্য, শিগগিরই লাকসাম ও মনোহরগঞ্জ বাল্যবিয়ে ও নিরক্ষরতার অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত হবে। সে জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান তাঁর।

বিএনপির চলমান আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে আন্দোলন করছে বিএনপি। যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে প্রশ্নবিদ্ধ এবং কলুষিত করেছিল বিএনপি, সেই ব্যবস্থায় বাংলাদেশের মানুষ আর ফেরত যাবে না।

আরও পড়ুন

×