ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩ | ০৭:০৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৩ | ০৭:১৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাদাসপুরে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধায়ের সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।

নিহত রুহুল আমিন (২০) উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদের রড বাঁধানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় একটি রড বৈদ্যুতের তারের ওপর পড়ে। এতে নির্মাণশ্রমিক রুহুল আমিন বিদ্যুতায়িত হন। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×