ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী থানায় গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জাকির সরদার। ছবি–সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ০৬:১৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ০৬:১৩

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ তিন কেজি গাঁজাসহ জাকির সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকির (৩০) একই গ্রামের মৃত সফেজ উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামী জাকির সরদারকে গ্রেপ্তারে গৌরনদী থানার একদল পুলিশ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রামসিদ্দি গ্রামে অভিযান চালায়। এ সময় জাকিরকে গ্রেপ্তার ও তার বসতঘর তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে শনিবার রাতে জাকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি মামলা দায়ের করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন সমকালকে বলেন, গ্রেপ্তার জাকির সরদার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় দায়েরকৃত ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাকিরকে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

আরও পড়ুন

×