ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

ভুক্তভোগী তরুণীর বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি–সমকাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ০৮:৪২ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ০৮:৪২

কুড়িগ্রামের উলিপুরে বাবার বাড়ি থেকে রিংকি বেগম নামে সদ্য বিবাহিত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে পান্ডুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রিংকি (১৮) একই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ মাস আগে উলিপুরের মাঝবিল এলাকায় রিংকির বিয়ে হয়। স্বামী চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাতে তার দাদি, দাদা, ভাই বাড়িতেই ছিলো। অন্যান্য দিন রিংকির সঙ্গে তার মা ঘুমালেও শনিবার রাতে তার মা বেড়াতে যাওয়ায় তিনি একাই ঘরে ছিলেন। মধ্যরাতে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে ধারণা করতে পারছে না পরিবারের কেউই।

ভুক্তভোগীর ছোটভাই মোজাহিদ বলেন, 'সকালে আপাকে ডাকতে গেছি। আপার সাড়া না পেয়ে ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে দেখি আপার লাশ পড়ে আছে। লাশ দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন আসে।'

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আরও পড়ুন

×