ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধামরাই

র‌্যাব পরিচয়ে কৃষকের ৩ লাখ টাকা ছিনতাই

র‌্যাব পরিচয়ে কৃষকের ৩ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১৭:৩৩ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১৭:৩৯

ঢাকার ধামরাইয়ে র‌্যাব পরিচয়ে লিয়াকত আলী নামের এক কৃষকের ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পৌরসভার যাত্রাবাড়ী এলাকায় হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী লিয়াকতের (৫৫) বাড়ি উপজেলার উত্তর জয়পুরা গ্রামে। পরে লিয়াকত আলী ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। 

পারিবারিক সূত্র জানায়, পৌর এলাকার সাজেদা ফাউন্ডেশন নামের একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তা শোধের জন্য সোমবার দুপুরে ডাচ্-বাংলা ব্যাংকের কালামপুর শাখা থেকে সমপরিমাণ টাকা তোলেন লিয়াকত। পৌরসভার যাত্রাবাড়ী এলাকায় গাড়ি থেকে নামার পরই দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি।

লিয়াকতের শ্যালক বাবুল হোসেন বলেন, যাত্রাবাড়ী এলাকায় গাড়ি থেকে নামার পরই একটি প্রাইভেটকার থেকে নেমে আসেন র‌্যাবের পোশাক পরিহিত চার ব্যক্তি। তারা লিয়াকতকে জোর করে হ্যান্ডকাফ পরিয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে ফেলে। পরে অস্ত্র ঠেকিয়ে মারধর করে তিন লাখ ১ হাজার ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থলের তিন-চার কিলোমিটার পশ্চিমে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা মম ফ্যাশনের পাশে তাকে ফেলে দুর্বৃত্তরা মানিকগঞ্জের দিকে পালিয়ে যায়।

সন্ধ্যায় লিয়াকত ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘র‌্যাব পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন

×