নোয়াখালীর সেফুদা আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৩:১৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৩:১৩
মঙ্গলবার সকালে শোক দিবসের আলোচনা সভায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।
একরাম চৌধুরী বলেন, এই এক সেফুদা, যে শেখ হাসিনার বিরুদ্ধেও বলে, খালেদা জিয়ার বিরুদ্ধেও বলে, আবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও বলে। এখন নাকি শুনলাম তার শব্দ বোমা থেকে বাঁচতে সারাদেশের কনট্রাকটররা (ঠিকাদার) নাকি সেফুদার সঙ্গে যোগাযোগ করছে।
সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নোয়াখালী সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তবে এ সভায় আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতা উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এটি এমপি একরামের ব্যক্তিগত সভা। এখানে জেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি জানান, জেলা আওয়ামী লীগ জাতির জনকের স্মরণে পৌরসভাসহ প্রত্যেক উপজেলা এবং ইউনিয়নে অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল হয়েছে।