ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল বৃদ্ধের

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৩:৫০ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৩:৫০

কক্সবাজারে পাহাড় ধসে মোহাম্মদ আজম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় সকাল সাড়ে ৭টার দিকে মাটিচাপা পড়েন ৭০ বছরের মোহাম্মদ আজম। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট কক্সবাজারে পৃথক পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মা ও মেয়ে এবং চকরিয়ার বরইতলীর ভাইবোন। অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

×