ফরিদপুর পৌরসভার ২৭ ওয়ার্ডে শোক দিবসের গণভোজ

জনসাধারণের হাতে খাবার তুলে দিচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ১৪:৩২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১৪:৩৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার ২৭টি ওয়ার্ডে গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে গণভোজের কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।
দুপুরে পৌরসভার ১১নং ওয়ার্ডের বাদামতলী ব্রিজ সংলগ্ন কুসুম কুঠির মাঠে গণভোজের উদ্বোধন করা হয়।
গণভোজ উদ্বোধনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত তানিয়া, যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান ফজল, কোতয়ালী থানা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম রানা, আওয়ামী লীগ নেতা এস এম ইকবাল, জাহিদ হোসেন, চুন্নু কাজী, কামরুজ্জামান হিরা, শাহরিয়ার শুভ, সৌরভসহ আরও অনেকে।