ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিএনপির পদযাত্রায় পুলিশে লাঠিচার্জ, আহত ২৫

বিএনপির পদযাত্রায় পুলিশে লাঠিচার্জ, আহত ২৫

বরগুনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ। ছবি: সমকাল

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১০:৪৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১০:৪৭

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বরগুনায় জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা বিএনপির অফিসের সামনে থেকে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পদযাত্রা বের করেন দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি বরগুনা প্রেস ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সামনে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ অহেতুক লাঠিচার্জ করেছে। এতে অন্তত ৩৫-৪০ নেতাকর্মী আহত হয়েছেন।’ 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। তবে তাদের পদযাত্রাটি সদর রোড হয়ে সামনে যেতে চাইলে সেখানে যানজটের সৃষ্টি হয়। তখন বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

আরও পড়ুন

×