ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, উজিরপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, উজিরপুরে ৪ ছাত্রলীগ নেতা বহিষ্কার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৩:২৯ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৩:২৯

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট করায় ৪ জনকে সাময়িক বহিষ্কার করেছে উজিরপুর উপজেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী ও সাধারণ সম্পাদক জালিজ মাহমুদ শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরাখাস্ত হওয়া ৪ ছাত্রলীগ নেতা হলেন- বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত, সদস্য সাইদ ফকির, গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু হাওলাদার এবং গুঠিয়া আইডিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি তাইজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া জেলা ছাত্রলীগের কাছে তাদের স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, গত ১৪ আগস্ট সাঈদীর মৃত্যুর পর মেহেদী হাসান, রাজু, সাঈদ ফকির, তাইজুল ইসলাম তাদের ফেসবুকে তার ছবি সংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। একইসঙ্গে তার মাগফিরাত কামনা করেন। একদিন পর অবশ্য তারা ওই পোস্ট সরিয়ে নেন।

বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত বলেন, বিএনপি-জামায়াতের নেতারা সাঈদীর মৃত্যু নিয়ে আওয়ামী লীগ ও সরকারকে দোষারপ করে বিভিন্ন অপপ্রচার করছিল। আমি সত্য ঘটনা জেনে সাঈদীর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন

×