নেশা করিয়ে কিশোরীকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ১৬:৫৮
এক কিশোরীকে (১৭) নেশাগ্রস্ত করে পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সাভার মডেল থানায় মামলা হয়েছে।
শনিবার সকালে ওই মামলা করেন ভুক্তভোগীর মা। পরে দুপুরে এ ঘটনায় যুব মহিলা লীগের কথিত নেত্রী মেহনাজ মিশুকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই কিশোরীর বিবস্ত্র ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে।
মেহনাজ মিশুকে সাভার উপজেলা পরিষদ-সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
তাঁর ওই রাজনৈতিক পরিচয় অবশ্য অস্বীকার করেছেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ‘মেহনাজ মিশু যুব মহিলা লীগের কেউ নন। তিনি আমার সই নকল করে ঢাকা জেলা (উত্তর) যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।’
তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন ডেইজি সারওয়ার।
স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীকে আটকে বিবস্ত্র ছবি তুলে রেখে দেন মেহনাজ মিশু। পরে তাকে অনৈতিক কাজে জড়িত হতে বাধ্য করেন। নানা ধরনের নেশাদ্রব্য সেবন করিয়ে রাখা হতো মেয়েটিকে। ২৫ জুলাই মিশু তাঁর বাসার পঞ্চমতলার ছাদ থেকে ওই কিশোরীকে ফেলে দেন।
পুলিশ জানিয়েছে, সে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে এতে সুরাহা না হওয়ায় গতকাল সকালে তার মা সাভার মডেল থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ও হত্যাচেষ্টার মামলায় মেহনাজ মিশুকে গ্রেপ্তার করেছেন তারা।