ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, দুই যুবলীগ নেতা বহিষ্কার

সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, দুই যুবলীগ নেতা বহিষ্কার

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩ | ২০:৫১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৩ | ২০:৫১

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় খুলনার রূপসা উপজেলা যুবলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে তাদের বহিষ্কার করে রূপসা উপজেলা যুবলীগ।

তারা হলেন রূপসার নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ ও সিনিয়র সহ-সভাপতি আশিক ইকবাল।

রূপসা উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে নীতি আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ ও সিনিয়র সহ-সভাপতি আশিক ইকবালকে যুবলীগের সব কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন

×