উঠানে পড়েছিল প্রবাসীর স্ত্রী রুনার হাত-পা বাঁধা মরদেহ

প্রতীকী ছবি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১২:০৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১২:০৫
রাজবাড়ীর পাংশায় রোববার সকালে রুনা খাতুন নামে এক গৃহবধূর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাট্টা ইউনিয়নের মুচিদহ খামারডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ প্রতিবেশি মিলন শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। রুনা খাতুন কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী। এ দম্পতির দুটি সন্তান রয়েছে।
রুনার চাচা শ্বশুর আতাহার মণ্ডল জানান, গভীর রাতে দেড় বছর বয়সী ভাইয়ের কান্নার শব্দে ঘুম ভাঙে উম্মের (রুনার সন্তান)। মাকে বিছানায় দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলনকে দেখতে পায়। মায়ের কথা জানতে চাইলে বলে তাদের বাড়ি গেছে। মাকে ডাকতে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মিলন তার মুখ চেপে টয়লেটে নিয়ে আটকে রাখে। কৌশলে টয়লেট থেকে বেরিয়ে মাকে উঠানে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। উম্মের কান্নাকাটিতে সবার ঘুম ভাঙে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।