ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নেতার বাড়িতে সরকারি ৭৩ বস্তা চাল

নেতার বাড়িতে সরকারি ৭৩ বস্তা চাল

ভাঙ্গুড়ায় ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক আলীর বাড়িতে স্তূপ করে রাখা দুস্থদের চাল- সমকাল

পাবনা অফিস ও চাটমোহর প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৮:০০

ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক সিদ্দিক আলীর বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল জমা করতে দেখে প্রশাসনকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) ওই বাড়িতে পৌঁছানোর আগেই সেগুলো সরিয়ে পালিয়ে যান সিদ্দিক আলী।

পারভাঙ্গুড়া ইউনিয়নের ডিলার আবু সাঈদ ও আনোয়ার আলীর দোকান থেকে চালগুলো কিনে বাড়িতে নিয়ে যান। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। সন্ধ্যায় সংবাদকর্মীরা সিদ্দিকের বাড়ি যান। এর কিছুক্ষণের মধ্যেই সিদ্দিক চাল সরিয়ে ফেলে পালিয়ে যান। পরে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) সিদ্দিকের বাড়ি পৌঁছান। তবে চাল ও সিদ্দিককে না পেয়ে তারা ফিরে যান।

এ বিষয়ে সিদ্দিক আলী বলেন, ‘মানুষ এই চাল খায় না। তাই ডিলাররা গুদাম থেকেই একসঙ্গে চাল বিক্রি করে দেন। আমি সেই চাল কিনে খাদ্যগুদামে চাল সরবরাহকারীদের কাছে বিক্রি করি। শুধু আমি নই, অনেকেই এ ব্যবসা করে।’

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ঘটনাস্থলে গিয়ে চাল ও সিদ্দিক আলীকে পাওয়া যায়নি। তাঁকে ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×