ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অনিয়মের খবর প্রকাশ

সিলেটে সেই সড়কের সংস্কার কাজ ফের শুরু

সিলেটে সেই সড়কের সংস্কার কাজ ফের শুরু

সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়কে সংস্কার কাজ ফের শুরু। ছবি-সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ২০:০১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ২০:০১

সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়ক সংস্কার কাজ শেষ দেখিয়ে আগেই সনদ নিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ ত্রিপুরা। এমনকি কাজ না করেও বিল উত্তোলনের চেষ্টাও তারা করে। সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এই অনিয়ম নিয়ে গত সোমবার সমকালে ‘সিলেটে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ’ খবর প্রকাশিত হয়। এর পর নড়েচড়ে বসে সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা। এর পরই শুরু হয় অবশিষ্ট সড়কের কাজ। 

বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, সড়কের ফেঞ্চুগঞ্জ টোল প্লাজা থেকে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু বৃষ্টির মধ্যে কাজ করায় মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৃহস্পতিবার দুপুরে যখন কাজ চলছিল তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। 

স্থানীয় ইউপি সদস্য ও বণিক সমিতির সদস্য দাহিরুল ইসলাম রানা বলেন, গা বাঁচাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে ফের। সওজের উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, বৃষ্টির কারণে সময়মতো কাজ করা যায়নি। এখন করা হচ্ছে। সনদ প্রদানের পরে কেন কাজ হচ্ছে, তিনি সদুত্তর দিতে পারেননি।

জানা গেছে, গত অর্থবছরে সড়কটির তিন কিলোমিটার মেরামতের কাজ পায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের অক্টোবর থেকে কাজ শুরু হয়। কিন্তু নিজেরা কাজ না করে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সিলেটের ঠিকাদার জয়দ্বীপ দে পার্থ ও মোহাম্মদ শফিকুল ইসলামকে। তারা আবার জনসন দাস নামে আরেক ঠিকাদারকে দিয়ে কাজ করাচ্ছেন। কিছু কাজ করার পর কাজ সম্পন্ন হয়েছে বলে তারা সনদও নেন।  

বৃহস্পতিবার কাজ পরিদর্শনকালে ঠিকাদার জনসন নিজেকে ছাত্র দাবি করেন জানান, তিনি কাজ করাচ্ছেন না। ১ হাজার টাকা করে প্রতিদিন পান। কাজ দেখাশোনা করছেন। কাজের অনিয়ম ও সময় শেষে কাজ করা প্রসঙ্গে কিছু বলতে চাননি। 

গত বছরের ২১ অক্টোবর সড়কটির সংস্কার কাজ উদ্বোধন করেন স্থানীয় এমপি হাবিবুর রহমান হাবিব। ৬ কোটি টাকার এ কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন

×