ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেয়েকে ‘কুপ্রস্তাব’, বাবাকে গলা কেটে হত্যা

মেয়েকে ‘কুপ্রস্তাব’, বাবাকে গলা কেটে হত্যা

ফাইল ছবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ০৬:১১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ০৬:১১

চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। ‘কুপ্রস্তাব’ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি মেয়ের। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মা ও মেয়েকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত মতিয়ার রহমান (৪৮) জীবননগর উপজেলার মৃত গোলাম হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে বাড়িতে কান্নাকাটির শব্দ পান প্রতিবেশীরা। বাড়িতে গিয়ে ঘরের বিছানায় মতিয়ার রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানে গলা কেটে মতিয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। সন্দেহ হলে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মেয়ে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

মেয়ে জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর বাবার বাড়িতে চলে আসেন তিনি। কয়েকদিন ধরে বাবা তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছেন। শুক্রবার রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন বাবা। রাগ ও ক্ষোভে সারারাত ঘুমাতে পারেননি মেয়ে। সেই ক্ষোভ থেকে সকালে ছুরি দিয়ে বাবাকে হত্যা করেন মেয়ে।

জীবননগর থানার পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান জানান, মা ও মেয়েকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন

×