ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পাওনা ২০ টাকা চাওয়ায় দোকানিকে হত্যা

পাওনা ২০ টাকা চাওয়ায় দোকানিকে হত্যা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৪২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৩:৪২

দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে। শনিবার উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকধুলু নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। দোকানি মোশাররফ হোসেন (৪০) চকধুলু নারায়ণপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। এলাকায় তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোশাররফের দোকানে কেনাকাটা করতে আসেন এলাকার তফি উদ্দীনের ছেলে নুরনবী। এ সময় মোশাররফ আগের ২০ টাকা বকেয়া পরিশোধ করতে বললে তাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হয়।

এক পর্যায়ে নুরনবী লোহার রড দিয়ে মোশাররফের মাথায় আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পলাতক থাকায় এ বিষয়ে নুরনবীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম জানান, ঘটনার পর নুরনবী পলাতক থাকলেও জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মূল আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

×