ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঝগড়া করে অফিসে গেলেন স্বামী, মেয়েকে নিয়ে রশিতে ঝুললেন মা

ঝগড়া করে অফিসে গেলেন স্বামী, মেয়েকে নিয়ে রশিতে ঝুললেন মা

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ২০:০৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ২০:০৬

চট্টগ্রামে একটি বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ইপিজেড থানার আমির সাধু সড়কের ব্যাংক কলোনির একটি বাসা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- শাহনাজ আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী মেয়ে সাবেকুন নাহার ইভা। 

স্বামীর সঙ্গে ঝগড়া করে শাহনাজ মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

ইপিজেড থানার এসআই আশীষ কুমার দে জানান, শাহনাজ ও তার স্বামী শাহজাহান দুজনই ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন। স্বামী-স্ত্রীর মধ্যে বেশকিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানান প্রতিবেশীরা। সকালে স্বামী অফিসে যাওয়ার পর ফ্যানের রডের সঙ্গে শাড়ি পেঁচিয়ে মেয়েকে নিয়ে আত্মহত্যা করেন শাহনাজ। এক নারী তাদের মেয়েকে দেখাশোনা করতেন। সকালে ওই নারী ঘরে ঢুকে মা-মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান, ময়নাতদন্তের জন্য মা-মেয়ের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

×