ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৬:১৬

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আবদুল করিম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আবদুল করিম জামালপুর সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের কইডলা গ্রামের বাসিন্দা। গত ২৮ আগস্ট সকালে ছোট বোনের বাড়ি মাদারগঞ্জের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। নিহত আবদুল করিম একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

মাদারগঞ্জ থানার ওসি মাহবুব হক জানান, ডোবা থেকে উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠোনো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন

×