পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন শনিবার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:২০
পঞ্চগড়ে চা শিল্পের জন্য উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত। শনিবার এখানে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্থানীয় সরকারি অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ সদস্য মজহারুল হক প্রধান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ চা শিল্পে জড়িত চাষি, বাগান মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশে এর আগে শুধু চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র ছিল। এতে পঞ্চগড়ে উৎপাদিত চা বিক্রির জন্য শ্রীমঙ্গল বা চট্টগ্রামে পাঠাতে হতো। এতে বাড়ত পরিবহন খরচ। নতুন চা নিলাম কেন্দ্র চালু হলে চা কারখানার মালিকদের সেই ব্যয় আর হবে না। নিলাম কেন্দ্রে চায়ের উন্মুক্ত কেনাবেচায় ক্ষুদ্র চা চাষিরাও পাবেন কাঁচাপাতার ন্যায্যমূল্য। তৈরি হবে নতুন কর্মসংস্থান। এতে গোটা উত্তরাঞ্চলের অর্থনীতিতেই ইতিবাচক পরিবর্তন হবে।
অনলাইন এ চা নিলাম কেন্দ্র চালু করতে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিলাম কেন্দ্রে ওয়্যারহাউস, ব্রোকার হাউস নির্মাণসহ বায়ারদের চা কেনাবেচার অনুমোদন দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপস তৈরিসহ অংশীজনের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
চা বোর্ড সূত্র জানায়, উৎপাদনের হিসাবে চট্টগ্রামকে ছাড়িয়ে এরই মধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল হয়েছে পঞ্চগড়। ২০২২ মৌসুমে এখানকার কারখানায় ১ কোটি ৭৭ লাখ ৮১ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা দেশের মোট উৎপাদনের ১৯ শতাংশ।
পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, উত্তরাঞ্চলে উৎপাদিত চা আগে চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে কেনাবেচা হতো। উৎপাদন বাড়ায় গত বছরের ২৩ অক্টোবর পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্রের অনুমোদন দেয় সরকার।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এখানে অনলাইনবেজড নিলাম কেন্দ্রটি চালু হলে চা চাষি থেকে শুরু করে এই শিল্পে জড়িত সবাই উপকৃত হবেন। উত্তরাঞ্চলের অর্থনীতিরই আমূল পরিবর্তন ঘটবে।
- বিষয় :
- চা নিলাম কেন্দ্র
- চা
- চা নিলাম