ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইজারার জমি দখলচেষ্টা

ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

ছাত্রলীগ নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

হামলার সময় অস্ত্র হাতে ছাত্রলীগ নেতা সাদ্দামের ভাই মামুন মিয়া - সংগৃহীত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইজারা নেওয়া সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা করেন। এতে তাঁর চাচাতো ভাই ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও তিন-চারজনকে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়ায় এ সংঘর্ষ হয়। জানা গেছে, দেলোয়ারের বাবা আবু তাহেরের নামে ১৯৮৫ সাল থেকে ওই এলাকার ৭৩ শতাংশ সরকারি জমি ইজারা নেওয়া হয়। সেখানে তাদের মুরগি ও গরুর খামার রয়েছে। সম্প্রতি আবু তাহেরের ভাই মো. মুসার ছেলে সাদ্দাম হোসেন জমিটি দখলের পাঁয়তারা করেন। ২০২০ সালে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জ আদালতে সিআর মামলা (নং ২০৮/২২) করেন। ওই মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সাদ্দামের নেতৃত্বে হামলা হয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হন।

দেলোয়ারের বোন হাসিনা আক্তার জানান, বৃহস্পতিবার তারা থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি জানতে পেরে সাদ্দাম হোসেন ও তাঁর ভাইয়েরা সেদিনও ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘জমি-সংক্রান্ত বিষয় নিয়ে চাচার সঙ্গে বিরোধ চলছে। তারাই আমাদের ওপর হামলা করেন।’

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এ ঘটনায় তারা মামলা নথিভুক্ত করেছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×