প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন। ছবি: সমকাল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২১ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পৌঁছালে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক আইনে তিনটি মামলা হয়। ২০২৩ সালে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর আদালত হামলায় জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। আলাউদ্দিনসহ ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তাকে ৩ মামলায় ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, আলাউদ্দিনকে কলারোয়া থানায় হস্তান্তর করা হবে।