নালিতাবাড়ী
কলেজছাত্র হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০২ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কলেজছাত্র রাজ্জাক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি সাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার গাজীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, কলেজছাত্র আব্দুর রাজ্জাক (২০) শেরপুর সদর উপজেলার যোগনীমুড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি সকালে রাজ্জাক ও তাঁর সহপাঠীরা মিলে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসেন। বিকেলে সাজাপ্রাপ্ত সাজুসহ কয়েকজন ছিনতাইকারী লাল পাহাড় ও ঝর্ণা দেখানোর কথা বলে রাজ্জাক ও তাঁর দুই সহপাঠীকে ইকোপার্কের বাইরে নিয়ে যায়। বুরুঙ্গা কালাপানি লাল পাহাড়ের গহিনে নিয়ে অস্ত্রের মুখে কলেজছাত্র রাজ্জাকের স্মার্ট ফোন কেড়ে নিতে চাইলে প্রতিবাদ করেন রাজ্জাক। তখন রাজ্জাকের বুকে ও পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করে সাজু। এ সময় তাঁর দুই সহপাঠীকেও আঘাত করলে তারা চিৎকার করে পাহাড়ের গহিন থেকে বেরিয়ে আসেন। এ সুযোগে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাদের তথ্যমতে রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে রাজ্জাকের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ৭-৮ জনকে আসামি করে থানায় মামলা করেন নিহত রাজ্জাকের বাবা। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১ এপ্রিল সাজু আহম্মেদ ওরফে খোকনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর দণ্ডপ্রাপ্ত সাজু আহম্মেদ আট বছর আত্মগোপনে থেকে পোশাক কারখানায় চাকরি করে। তার বাড়ি নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামে।
- বিষয় :
- শেরপুর
- হত্যা মামলা
- সাজাপ্রাপ্ত আসামি
- গ্রেপ্তার