ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চুরি হওয়া গরুসহ আওয়ামী লীগ নেতার ছেলে আটক

চুরি হওয়া গরুসহ আওয়ামী লীগ নেতার ছেলে আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৩ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৭

নেত্রকোনার কলমাকান্দায় চুরি যাওয়া গরুসহ মো. শাহজাহান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার নৌহাটি হাটে গরুটি বিক্রির সময় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শাহজাহান উপজেলার আড়ালিয়া গৌরীপুর গ্রামের বাসিন্দা এবং খারনৈ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে আড়ালিয়া গৌরীপুর গ্রামের জনৈক নুরুল ইসলামের গোয়াল থেকে একটি গরু চুরি হয়। পরে এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটি কোথাও পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে শাহজাহান (৩০) বারহাট্টার নৈহাটি হাটে একটি গরু বিক্রির জন্য নিয়ে যায়।

এ সময় নুরুল ইসলামের লোকজন শাহজাহানকে হাতেনাতে আটক করে হাট কমিটির কাছে নিয়ে যায়। কমিটির লোকজন তাকে গরুসহ আটক করে রাখে। পরে কলমাকান্দা থানায় খবর দিলে পুলিশ গিয়ে গরুসহ ওই যুবককে তাদের হেফাজতে নেয়। 

গরুর মালিক নুরুল ইসলাম সমকালকে জানান, এ ঘটনায় থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগ দিয়েছি।

চুরি হওয়া গরুটির বাজার মূল্য ৮০ হাজার টাকা হবে বলেও জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, চুরি হওয়া গরু উদ্ধার এবং চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও পড়ুন

×