ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘যে পরিচয়ই হউক, চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না’

‘যে পরিচয়ই হউক, চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না’

চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিএমপি কমিশনার। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৫৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ২১:৫৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘যে পরিচয়ই হউক, চাঁদাবাজদের জায়গা চট্টগ্রাম শহরে হবে না। জোর করে নির্মানাধীন ভবনের মালিকের কাছে ইট, বালুসহ যে কোন পণ্য সরবরাহের নামে চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। এখানে কার কী পরিচয় তা দেখা হবে না। চাঁদাবাজি করবেন, আবার এ শহরে থাকবেন তা এক সঙ্গে হবে না। বৈধভাবে ব্যবসা করেন- এক্ষেত্রে সবার জন্য সহযোগিতা উন্মুক্ত থাকবে।’ 

মঙ্গলবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মঞ্জুরুল আলম মঞ্জু, সিইউজে’র সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, পংকজ কুমার দস্তিদার, নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু, আসিফ সিরাজ প্রমুখ।

সিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ এবং সাংবাদিকদের পারস্পারিক সম্পর্ক অনিবার্য- তা অস্বীকার করার সুযোগ নেই। গণমাধ্যম পুলিশকে এগিয়ে যাওয়ার পথ বাতলিয়ে দেয়। গত এক বছরে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র অনেক ভালো। সকলের সহযোগিতায় আরও ভালো কিছু করার মানসিকতা সিএমপি’র রয়েছে।

সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করাই পুলিশের সার্থকতা। দিনদিন নগরীতে মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি অপরাধের ধরণেও পরিবর্তন আসছে। পুলিশও নিত্যনতুন চিন্তা-চেতনা এবং কর্মপন্থার মাধ্যমে তা মোকাবিলা করে যাচ্ছে।

আরও পড়ুন

×