ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, স্ত্রী আটক

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, স্ত্রী আটক

ফাইল ছবি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৪

মাদারগঞ্জে নাঈম ফকির নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করেছে পুলিশ। 

নাঈম চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামাণিকের মেয়ে বিজুরী আক্তার ও নাঈম ফকির ভালোবেসে ১০ মাস আগে বিয়ে করেন। বিয়ের পর তাদের মাঝে  বিবাদ লেগেই থাকত।

নাঈমের মা লাকী বেগমের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তার ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে যায় বিজুরী আক্তার। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে পুত্রবধূ ও তার পরিবার।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক।


আরও পড়ুন

×