কিশোরগঞ্জে সওজের জায়গায় ৩০ অবৈধ দোকান
-07-09-23-samakal-64f940e3e6123.jpg)
ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:১৭
কিশোরগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অন্তত ৩০টি অবৈধ দোকান। দখলদারদের মধ্যে সরকারি চাকরিজীবীও রয়েছেন বলে জানা গেছে। এতে বেহাত হচ্ছে সরকারি জায়গা। বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।
নতুন নকশার বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে দখলদাররা এসব জায়গা দখল করে দোকানপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের বড়পুল এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কের উভয় পাশে গড়ে উঠেছে সারিবদ্ধ দোকান।
কেউ কেউ বিভ্রান্তিকর নকশা দেখিয়েও জায়গা দখল করেছেন বলে জানিয়েছেন ভূমি অফিসের এক কর্মকর্তা।
ওই এলাকার বাসিন্দা হেলাল মিয়া কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের মেইল ক্যারিয়ার। তিনি সরকারি জায়গায় দোকান করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ চাইলে দোকানটি সরিয়ে নেবেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীগঞ্জ এলাকার মুকুল মিয়া এখন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকায় থাকেন। তাঁর প্রতিবন্ধী ভাই মিলন এখানে সরকারি জায়গায় দোকান বানিয়েছিলেন। সেই দোকানে মুকুল মিয়া ব্যবসা করেন। তবে জায়গাটি সরকারি বলে তিনি স্বীকার করেছেন। এ রকম অন্তত ৩০টি অবৈধ দোকান গড়ে উঠেছে সড়ক বিভাগের সরকারি জায়গার ওপর।
স্থানীয় আব্দুল হাই এবং মোবারক হোসেন জানান, এটি একটি আন্তঃজেলা মহাসড়ক। এ সড়ক দিয়ে বাস ও ট্রাকসহ প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করে। আর এ রকম একটি ব্যস্ত সড়কের ওপর দোকানপাট হবার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কটি দোকানমুক্ত রাখা উচিত বলে মনে করেন।
জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া জানিয়েছেন, দোকানগুলো বাঁশের খুঁটি দিয়ে তৈরি। স্থায়ী স্থাপনা নেই। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উচ্ছেদের তালিকা পাঠানো হয়েছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- সড়ক ও জনপথ
- সওজ
- অবৈধ দোকান