সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় সুজিত রায় নন্দী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:৫৮ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪৬
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। সাম্প্রদায়িক সম্প্রীতি হারিয়ে গেলে বাংলাদেশ পরাজিত হবে, দেশের অস্তিত্ব বিপন্ন হবে। তাই যেকোনো মূল্যে এই সম্প্রীতি ধরে রাখতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুর পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স মিলানায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুজিত রায় নন্দী বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সবাইকে নিয়েই একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার- শেখ হাসিনার এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাস চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, পৌর সাবেক প্যানেল মেয়র সিদ্দিক ঢালী, আওয়ামী লীগ নেতা আসলাম গাজী প্রমুখ।