অপবাদ দিয়ে নারীসহ দু’জনকে গাছে বেঁধে নির্যাতন

ফাইল ছবি
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫২
ময়মনসিংহে অপবাদ দিয়ে নারীসহ দু’জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নলুয়া এলাকার দুদু মিয়ার ছেলে নাজমুল হক (৩৫) এবং দক্ষিণ ঘোষবেড় এলাকার আ. খালেকের ছেলে আবু সাঈদ (৫০)।
জানা গেছে, হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকায় বেড়াতে এসেছেন ভুক্তভোগী নারী। তাঁর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাড়িটিতে কয়েক দিন ধরে দাদির সঙ্গে অবস্থান করছেন তিনি। তাঁর দাদি প্রতিবেশী ইছাকের কাছে তিন হাজার টাকা পেতেন। তাঁর কোনো মোবাইল ফোন না থাকায় ইছাককে টাকার বদলে একটি ফোন কিনে দেওয়ার কথা বলেন। তাতে রাজি হয়ে যান তিনি। গত শনিবার প্রতিবেশী ইছাক মোবাইল ফোন দিতে ওই বাড়িতে যান। এ সময় তাদের অপবাদ দিয়ে গালাগাল শুরু করেন হৃদয় নামে এক যুবক। নাঈম, কালাচান, নাজমুল ও আবু সাঈদকে নিয়ে বেড়াতে আসা নারী ও প্রতিবেশী ইছাককে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এমনকি ভুক্তভোগীদের মুখে কালি মেখে দেন তারা। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে বাঁধন খুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগী নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন হৃদয়। তাতে রাজি না হওয়ায় আক্রোশের বসে অপবাদ দিয়ে এ ঘটনা ঘটায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- গাছে বেঁধে নির্যাতন
- মামলা
- গ্রেপ্তার
- ’