ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইঁদুর মারার বিষে প্রাণ গেল দুই শিশুর

ইঁদুর মারার বিষে প্রাণ গেল দুই শিশুর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০৩

বিকেলে ভাই তৌহিদ (৩) দেড় বছরের বোন সানজিদাকে নিয়ে বাড়ির উঠানে খেলছিল। রান্নাঘর থেকে তাদের চোখে চোখে রাখছিলেন মা সানিয়া বেগম। রাতের খাবার রান্নাও ছিল শেষের পথে। এরই মধ্যে প্রতিদিনের মতো সন্তান তার ঘরের কোণের কলাবাগানে খেলতে যায়। কিছুক্ষণ পরই ছেলে-মেয়ের কান্নার আওয়াজ আসে মা সানজিদার কানে। দৌড়ে গিয়ে দুই হাতে দুই সন্তানকে ধরতেই নেতিয়ে পড়ে তারা। মা তখনও জানতেন না অমোঘ সত্য মৃত্যুর খুব কাছাকাছি তাঁর নাড়িছেঁড়া ধন। সন্ধ্যা ঘনিয়ে এলে নিভে যায় ভাই-বোনের জীবন প্রদীপ। ইঁদুরের বিষ মাখানো বিস্কুট খেয়ে মৃত্যু হয়েছে বলে জানান তৌহিদ ও সানজিদার পরিবারের সদস্যরা। 

শনিবার ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে। 

দূর থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ। বাড়ি গিয়ে দেখা যায়, দুই ভাই-বোনের নিথর দেহ রাখা টেবিলের ওপর। তাদের মা নাকি মাটিতে রাখতে দেননি। বাবা শাহ আলম টেবিলের পায়া ধরে বসে আছেন। মা সানিয়া বেগমের জ্ঞান ফেরাতে মাথায় পানি ঢালছেন স্বজনরা। পাশেই মাটিতে বসে আহাজারি করে শিশুদের দাদি বলছিলেন, ‘আমার দাদাগো হাতে দুইটা বিস্কুট আছাল। বিস্কুট চাটতে আছাল আর কান্দিতে আছাল।’ 

প্রতিবেশী শহিদুল ইসলাম নামে একজন জানান, শুরুতে শিশু দুটির পরিবারের সদস্যরা মনে করেন ভূতের আছর হয়েছে। তাই মসজিদের ইমাম ডেকে এনে ঝাড়ফুঁক করেন তারা। পরে সন্ধ্যা ৭টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি জানতে পেরেছেন, ডাক্তার নাকি বলেছেন শিশু দুটি আগেই মারা গেছে। 

স্থানীয়রা জানান, এখন বাজারে এক ধরনের ইঁদুরের বিষ পাওয়া যায়, যা কিনা বিস্কুটের মধ্যে মাখানো থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক নিহত শিশুদের এক আত্মীয় জানান, বাড়িতে ইঁদুরের উৎপাত থাকায় দুই দিন আগে বিষ মেশানো বিস্কুট ঘরে প্রয়োগ করেন শিশুদের বাবা শাহ আলম। সেই বিষ বাড়ির পাশে কলাবানে ফেলে দেন। সেই বিষই কাল হলো সন্তানের।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশু দুটি ইঁদুরের বিষ খেয়ে ফেলায় বিষক্রিয়ায় মারা গেছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারে বিষক্রিয়ায় মৃত্যুর কথা উল্লেখ আছে।




আরও পড়ুন

×