ঠাকুরগাঁও থেকে ৪ 'জঙ্গি সদস্য' গ্রেপ্তার

ফাইল ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৫৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০১
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম'র উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বশীল মুনতাসীর বিল্লাহসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে রংপুরের র্যাব-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আলামত হিসেবে বিভিন্ন দাওয়াতী বই, ৪টি মোবাইল ও ৪টি সীমকার্ড জব্দ করা হয়েছে।
র্যাব অধিনায়ক জানান, ১৪ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৩ ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন (১৭) নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরবেলা দিনাজপুর সদর ও বিরল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম'র উত্তরাঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্ত মুনতাসির বিল্লাহ (৩৬), আব্দুল মালেক (৩৩) এবং সাব্বির হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিভিন্ন সময় অনলাইনে তামিম আল আদনানী, হারুন ইজহার, গুনবীসহ বিভিন্ন আধ্যাত্মিক নেতার বক্তব্য দেখে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরবর্তীতে তারা উত্তরাঞ্চলে সংগঠনের সদস্য সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ডিজিএফআই'র তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী সংগঠনটির বিভিন্ন অঞ্চলের কার্যক্রম ও সদস্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে র্যাব উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে নজরদারি বৃদ্ধি করে।
- বিষয় :
- জঙ্গি
- আনসার আল ইসলাম
- র্যাব
- গ্রেপ্তার