‘সাইবার নিরাপত্তা আইন পাস করে জাতির সঙ্গে তামাশা করেছে সরকার’

জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের। ছবি: সমকাল
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৩০
সাইবার নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘মিডিয়া, সচেতন নাগরিক, সুশীল সমাজ ও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসহ সবার সঙ্গে প্রতারণা করে সরকার সাইবার নিরাপত্তা আইন সংসদে পাশ করেছে। আইন প্রণয়ন করেই সরকার পিছু হটেনি, তারা জাতির সঙ্গে তামাশা করেছে। এই আইনের মাধ্যমে বিরোধী মতের কন্ঠরোধ করা হয়েছে। টেলিভিশনে আর কেউ খবর দেখবে না। কেননা সেখানে শুধু সরকারের উন্নয়নের কথা প্রচার হবে।’
শনিবার লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের জন্য সাইবার নিরাপত্তা আইনকে ভেজাল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার বিরোধী কাজ, রাষ্ট্রবিরোধী নয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম দেশের গণতন্ত্র নিয়ে হতাশা প্রকাশ করে নিবন্ধন প্রকাশ করছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার দেশকে বিভক্ত করেছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, সম্প্রতি সংসদে রওশন এরশাদ যে বক্তব্য দিয়েছেন তা জাতীয় পার্টির বক্তব্য নয়। ওনি যে তালিকা দিয়েছেন তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘ক্যাপাসিটি চার্জের নামে দলের নেতারা ১ লাখ ১০ হাজার কোটি টাকা লোপাট করেছেন।’
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরীফা কাদের ও সদস্যসচিব জাহিদ হাসান লিমনের সঞ্চলনায় আরও বক্তব্য দেন- দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল ও ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-মামুন প্রমুখ। পরে সম্মেলনে শেরীফা কাদেরকে সভাপতি ও জাহিদ হাসান লিমনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।