পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ফাইল ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৪
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায়ের সন্তান।
দয়াল চন্দ্র জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাজ করতে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে দুই শিশুসন্তানও যায়। দুপুরে বেশ কিছু সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে সন্দেহ হলে আশপাশের খোঁজাখুঁজি করেও না পেয়ে পাশের পুকুরে দেখতে যান তিনি। পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকেই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পারিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- পুকুরে ডুবে
- ভাইবোন
- মৃত্যু