ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মহানন্দায় পাথর উত্তোলন নিয়ে শ্রমিক-বিজিবি মুখোমুখি

মহানন্দায় পাথর উত্তোলন নিয়ে শ্রমিক-বিজিবি মুখোমুখি

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী মহানন্দা নদীতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথর শ্রমিকদের মাঝে বিরোধ দেখা দিয়েছে।

শনিবার সকালে শ্রমিকরা সীমানা পেরিয়ে পাথর তুলতে গেলে তাতে বাধা দেয় বিজিবি। এরপর বিজিবির কয়েকজন সদস্যকে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা।

খবর পেয়ে বিজিবির অতিরিক্ত সদস্যরা এসে লাঠিচার্জ করলে ১২ শ্রমিক আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিজিবি পাথর ব্যবসায়ীসহ চার শ্রমিককে আটক করে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, স্বাধীনতার আগে থেকে মহানন্দার পাথর তুলে স্থানীয়রা জীবিকা চালান। বর্তমানে নদীর ১৭ কিলোমিটারজুড়ে ২৫ হাজারের বেশি মানুষ এ পেশায় নিয়োজিত। তবে বেশ কিছুদিন থেকে সীমান্তবর্তী এ নদী থেকে পাথর উত্তোলনে বাধা দেয় বিজিবি।

এ নিয়ে বিজিবি ও শ্রমিকদের মধ্যে বিরোধ শুরু হয়। আজ পাথর উত্তোলন ও পরিবহনের সময় বাধা দিলে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা।

এ সময় তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টরচালক সোলেমান আলী, একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রণচণ্ডী এলাকার ট্রাক্টরচালক অমিত হাসান এবং পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টরচালক শিমুল হাসানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিজিবি। পরে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হাসপাতালে ভর্তি নারী শ্রমিক আকলিমা বলেন, প্রশাসনের লোকজন এসে বিষয়টি সমাধান করেন। কিন্তু শেষ মুহূর্তে তিন গাড়ি অতিরিক্ত বিজিবি সদস্য এসে আমাদের মারধর শুরু করেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, গত ৩ আগস্ট জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়, সীমান্ত পার হয়ে পাথর তোলা যাবে না। তবে বাংলাদেশ অংশে সনাতন পদ্ধতিতে পাথর তুলতে বাধা নেই।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, শ্রমিকরা ৬ থেকে ৭ বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 

আরও পড়ুন

×