ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম। ছবি: সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৯

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কর্ণফুলী থানা পুলিশ পটিয়া থেকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতে পাঠায়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। 

আরিফ উপজেলার ধলঘাট ইউনিয়নের মৃত জহির আহমদের ছেলে। 

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলামসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পটিয়াসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। কর্ণফুলী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে পটিয়া উপজেলার গৈড়লার টেক এলাকা থেকে মোটরসাইকেল চুরির মূল হোতা আরিফকে গ্রেপ্তার করে।

পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল বলেন, ‘উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানি না। সংগঠন বিরোধী কোনো অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’   

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, মোটরসাইকেল চুরির মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×