পাহাড়ে পর্যটন শিল্প বিকাশে বড় বাধা অবৈধ অস্ত্র: এমপি দীপংকর

রাঙামাটি অফিস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৩
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশের বড় ধরনের অন্তরায় অবৈধ অস্ত্র। তবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ অন্যরা অবৈধ অস্ত্রধারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করে যাচ্ছে।
শনিবার রাঙামাটি পর্যটন সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন এবং পর্যটন শিল্পে সম্ভাবনা ও উন্নয়নবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দীপংকর তালুকদার বলেন, পর্যটক বাড়াতে হলে রাঙামাটি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। হোটেল-মোটেল এবং রিসোর্টে পর্যটকদের জন্য সেবার মান বাড়ানোসহ সেগুলোকে আধুনিকায়ন করতে হবে। কাপ্তাই হ্রদ দূষিত হচ্ছে। হ্রদে যে রকম সৌন্দর্য থাকার কথা সে রকম আর নেই। ইতোমধ্যে সাজেকে অপরিকল্পিতভাবে রিসোর্ট ও অব্যবস্থাপনার কারণে দিন দিন পর্যটক সমাগম কমে যাচ্ছে। এটা আমাদের জন্য ভালো সংবাদ নয়।
তিনি আরও বলেন, সাজেক পর্যটনে সবচেয়ে বড় সমস্যা বিশুদ্ধ পানি সরবরাহ। আমাদের প্রচেষ্টায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্যাযান্ট প্রকল্প অনুমোদন করেছে। চলতি অর্থবছরে এর কাজ শুরু হবে।
রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন জেলা সমবায় সমিতির কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য প্রমুখ।