ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ নেত্রী নিয়োগ না পাওয়ায় উপাচার্য অবরুদ্ধ

ছাত্রলীগ নেত্রী নিয়োগ না পাওয়ায় উপাচার্য অবরুদ্ধ

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদিয়া আফরিন পাপড়ি প্রভাষক পদে নিয়োগ না পাওয়ায় উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

রোববার উপাচার্য কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাঁকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এতে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস বিভাগে শিক্ষক নিয়োগ কার্যক্রম ভন্ডুল হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানায়, এদিন সকাল ১০টায় উপাচার্য কার্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেনসিং অ্যান্ড জিআইএস বিভাগে একজন শিক্ষক নিয়োগে ভাইভা হওয়ার কথা ছিল। আবেদনকারী ছিলেন ২৩ জন। ভাইভা শুরুর ঠিক আগে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসে প্রার্থীদের কক্ষ থেকে বের করে দেন এবং উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। ডেপুটি রেজিস্ট্রার গৌতম কুমার বিশ্বাস পরে জানান, ‘অনিবার্য কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তী বোর্ডের তারিখ চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

একটি সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগে প্রভাষক পদে তিনজন নিয়োগ পান। সেখানে প্রার্থী ছিলেন ছাত্রলীগ নেত্রী সাদিয়া আফরিন পাপড়ি। নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়েন তিনি। এতে ক্ষুব্ধ হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ওই ঘটনার জেরে আজ উপাচার্যকে অবরুদ্ধ করে আরেক বিভাগের নিয়োগ প্রক্রিয়া ভন্ডুল করে তারা।

সিন্ডিকেটের একটি সূত্র জানায়, রসায়ন বিভাগে নতুন নিয়োগ পাওয়া প্রত্যেকেই নিজ বর্ষে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকারী। আর ছাত্রলীগের সহসভাপতি পাপড়ি স্নাতকে চতুর্থ ও স্নাতকোত্তরে তৃতীয় স্থান অর্জন করেন।

আজ নিয়োগ বোর্ডের কার্যক্রমে বাধা প্রদান প্রসঙ্গে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘প্রশাসন কাকে নিয়োগ দেবে সে বিষয়ে আমাদের কোনো মত নেই। কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ যেন নিয়োগ না পায়, নিয়োগে স্বজনপ্রীতি যেন না হয়, সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘স্বাধীনতার চেতনাবিরোধী কারও নিয়োগ না দেওয়ার দাবি আমরা সমর্থন করি। আমরা চাই না মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি কেউ বিশ্ববিদ্যালয়ে আসুক।’

নিয়োগ প্রক্রিয়ায় ছাত্রলীগের বাধাদান প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনায় নিয়োগ বোর্ড কখনও প্রভাবিত হবে না। নিয়োগ বোর্ড নিয়ম অনুযায়ী চলবে।’ 

আরও পড়ুন

×