লাগেজে ৮ টুকরো লাশ: হাসানের স্ত্রী-ছেলে ৫ দিনের রিমান্ডে

নিহত হাসান আলী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৮
চট্টগ্রাম নগরীর বাঁশখালী এলাকার হাসান আলীকে হত্যার পর মরদেহ ১০ টুকরো করার মামলায় স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান শুনানি শেষে এ আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক ইলিয়াস খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করায় স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়। বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এ মামলায় আরেক ছেলে শফিকুর রহমান, তাঁর স্ত্রীসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে নগরের পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় একটি লাগেজে লাশের আটটি টুকরো পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ পতেঙ্গা থানায় হত্যা মামলা করে। পরে পিবিআই লাশের আঙুলের ছাপ নিয়ে হাসানের পরিচয় নিশ্চিত হয়।
এ ঘটনায় গত শনিবার সকালে নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার ভাড়া বাসা থেকে হাসানের স্ত্রী ও বড় ছেলেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, হাসান ২৭ বছর পরিবারের বাইরে ছিলেন। এক বছর আগে তিনি ফিরে আসেন। দেশের ফেরার পর থেকেই গ্রামের বাড়ি বাঁশখালীর বড়তলীতে থাকা সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন সন্তানরা। হাসান সম্পত্তি লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে ছোট ছেলের বাসায় ডেকে এনে পরিবারের সবাই মিলে তাঁকে হত্যা করে।