ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সিলেটে নাট্যকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:২২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৭:২২

সিলেটের সারদা হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রোববার বিকেলে মৌন মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্যপরিষদ। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন সংস্কৃতিকর্মীরা।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করার ঘোষণাও দিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার সারদা হলে সংস্কৃতিকর্মীদের ওপর হামলায় পাঁচজন আহত হন। বিএনপির রোডমার্চ ও সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেন সংস্কৃতিকর্মীরা। পরদিন রাতে কোতোয়ালি থানায় মামলা করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজতকান্তি গুপ্ত। তবে রোববার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হামলার প্রতিবাদে রোববার সারদা হল থেকে মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায়বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য প্রতীক এন্দ টনি, চিত্রশিল্পী সমন্বয় পরিষদ সিলেটের সদস্য সচিব শামসুল বাসিত শেরো প্রমুখ। সভা শেষে শিল্পীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন

×