ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধর্মীয় সাম্যভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ধর্মীয় সাম্যভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিবেকানন্দ গোস্বামীর ১০০তম জন্মজয়ন্তী ও মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে স্থানীয় সরকারমন্ত্রী। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হবে। তাই ধর্মীয় সাম্যভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। 

শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য বিবেকানন্দ গোস্বামীর ১০০তম জন্মজয়ন্তী ও মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। যেসব অধিকার আদায়ের জন্য আমরা পাকিস্তানের অত্যাচার এবং নিপীড়ন থেকে মুক্ত হয়েছিলাম, তার মধ্যে অন্যতম সব ধর্মের নাগরিকদের সমান অধিকার। আমাদের সংবিধানেও ধর্মনিরপেক্ষতার মূলনীতিতে উল্লেখ রয়েছে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’।” তাঁর দাবি, ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে দেশে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে বিএনপি-জামায়াত সব সময় সক্রিয়। তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার করেছে, তা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারকেও হার মানায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহা. মুশফিকুর রহমান, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। মন্দিরের উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ। সভাপতিত্ব করেন প্রদীপ নন্দী।

আরও পড়ুন

×