বিএনপি কর্মীদের হামলায় কিশোরের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
মিরসরাইয়ে বিএনপি কর্মীদের হামলার ভিডিও ধারণ করার সময় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাকে দলীয় কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ।
পুলিশ বলছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর ওপর বিএনপি কর্মীদের হামলার ভিডিও ধারণ করছিল জাহেদ হোসেন (১৬)। সে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গুচ্ছগ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম অভিযোগ করেন, আজমপুর গ্রামে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে বিএনপি নেতাকর্মীরা বৈঠক করেন। পরে তারা মিছিল নিয়ে আজমপুর বাজারে থাকা ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীর ওপর হামলা চালান।
হামলার সময় জাহেদ তার মোবাইলে ভিডিও ধারণ করতে থাকলে বিএনপির নেতাকর্মীরা তাকে পিটিয়ে আহত করেন। পরে হাসপাতলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন বলেন, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- কিশোরের মৃত্যু
- বিএনপি কর্মীদের হামলা