শোলাকিয়ায় জঙ্গি হামলা: পেছাল মামলার সাক্ষ্যগ্রহণ

কিশোরগঞ্জ আদালতে নেওয়া হয় আসামিদের। ছবি: সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ০৮:৩৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ০৯:৩১
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগার পাশে জঙ্গি হামলা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। বুধবার ৫ আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২২ নভেম্বর। এর আগে প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয় ২৯ আগস্ট।
এসব তথ্য নিশ্চিত করেছেন সরকার পক্ষের কৌঁসুলি আবু সাঈদ ইমাম।
বড় মিজান (৬৬), আনোয়ার হোসেন (৫২) ও জাহিদুল হক তানিমকে (৩১) কড়া নিরাপত্তায় সকাল ১১টার দিকে আদালতে আনা হয়। কবে রাজিব গান্ধী (৩৫) ও সোহেল মাহফুজ (৩৯) অন্য মামলার কারণে আদালতে অনুপস্থিত ছিলেন। ফলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হকের সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু সাঈদ ইমাম জানান, ২৯ আগস্ট মামলার বাদী পাকুন্দিয়া থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. সামছুদ্দিন ও হামলায় আহত ১৭ পুলিশ সদস্য সাক্ষ্য দেন।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিহত হন। তখন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির রহমান (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছিলেন। আটক করা হয় শফিউল ইসলাম (২২) ও জাহিদুল হক তানিমকে (৩১)। এ ঘটনায় পাকুন্দিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. সামছুদ্দিন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০২৩) এর ৬(২)/৮/৮/১০/১২/১৩ ধারায় মামলা করেন। আসামি করা হয় শফিউল ও জাহিদুলকে। পরে তদন্ত করে ২৪ জনকে আসামি করা হলেও শফিউল ইসলামসহ ১৯ জন এনকাউন্টার ও আত্মঘাতীতে নিহত হন।
- বিষয় :
- শোলাকিয়া ঈদগার
- জঙ্গি হামলা
- সাক্ষ্যগ্রহণ