চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গণশুনানি
জলাতঙ্ক টিকা নিতে চাওয়া হয় বকশিশ
-samakal-651d90957290b.jpg)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:১৯
‘স্বাস্থ্যসেবা খাতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ স্লোগানে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে সেবার মানোন্নয়নের লক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বুধবার এই গণশুনানির আয়োজন করা হয়।
শুনানিতে জলাতঙ্ক টিকা নিতে বকশিশ চাওয়া হয় বলে অভিযোগ করেন এক রোগী। পরে হাসপাতালে সেবার মান উন্নয়নে রোগীদের সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকরা।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি চট্টগ্রামের ক্লাস্টার কোঅর্ডিনেটর জসীম উদ্দীন। গণশুনানিতে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, হাসপাতালে সার্বক্ষণিক পানির সরবরাহ থাকে না। আইসিইউ রোগীর স্বজনদের জন্য নেই বিশ্রাম কক্ষ। জলাতঙ্ক টিকার ক্ষেত্রে বকশিশ চাওয়া হয়। বিকেল ও রাতে চিকিৎসক পাওয়া যায় না। ডেঙ্গু রোগীদের জন্য মশারিসহ অন্যান্য ব্যবস্থা থাকলেও রোগীর স্বজনদের জন্য কোনো ব্যবস্থা নেই। শিশু ওয়ার্ডে পালস, প্রেশার ও নেবুলাইজের জন্য নার্সদের অবহেলা এবং হাসপাতালের ইনডোরে ফার্মেসির ব্যবস্থা করার দাবি জানান তারা। এসব অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, কাগজে-কলমে ২৫০ শয্যার হলেও ১০০ শয্যার লোকবল নিয়ে হাসপাতালে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অবকাঠামোগত সমস্যা সমাধানে ওয়াসা, পিডব্লিউডিসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে বারবার তাগাদা দেওয়া হলেও দ্রুত সহযোগিতা পাওয়া যায় না।
সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগরের সদস্য অধ্যাপক সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সনাক চট্টগ্রাম মহানগরের সদস্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. কিউ এম অহিদুল আলম, সহসভাপতি জেসমিন সুলতানা পারু, সদস্য সঞ্জয় বিশ্বাস ও এসএম ফরহাদ উল্লাহ। অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) এএসএম লুৎফুল কবির, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) রওশন আরা বেগম ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মোস্তফা জামাল।