ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজপথ বিএনপির দখলে: আমির খসরু

রাজপথ বিএনপির দখলে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ০৮:৪০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ০৮:৪০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজপথ বিএনপির দখলে। এখন কঠিন সময়, রাজপথ ছাড়া যাবে না। 

বৃহস্পতিবার সকালে কুমিল্লার কালাকচুয়া এলাকায় কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শান্তি মিটিং করে ক্ষমতায় থাকা যাবে না। সরকারের কথা শুনলে মনে হয় এরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। সরকার আবোল-তাবোল বলছে। 

রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা  দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লায় বিএনপির সমাবেশ 

এক দফা দাবিতে ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, সাবেক এমপি আনোয়ারুল আজিম, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার প্রমুখ। এতে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং ফেনী ও চাঁদপুর জেলা ইউনিটের নেতারা অংশ নেন। 

কুমিল্লার সমাবেশ শেষে রোডমার্চটি সোয়া ১১টার দিকে চট্টগ্রামের দিকে রওনা হয়। রোডমার্চ ঘিরে সকাল থেকে বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হয়। সমাবেশস্থলে স্থান না পেয়ে অনেক নেতাকর্মী গাড়ি নিয়ে চট্টগ্রামগামী সড়কে অবস্থান নেয়। এতে সড়কে যানজটে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। 

আরও পড়ুন

×