ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আদালতে হাজিরা দিতে এসেও চুরি!

আদালতে হাজিরা দিতে এসেও চুরি!

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩৯

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর পর্যন্ত কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চুরির মামলায় আদালতে হাজিরা দিতে এসে সেখান থেকেও মোটরসাইকেল চুরি করেছে চক্রটি। গ্রেপ্তার তিনজন হলেন– মো. রিপন, আবদুল কাদের জিলানী অভি ও সজিবুল ইসলাম। 

পুলিশ জানায়, নগরের ফিরিঙ্গিবাজার এলাকার মেরিনার্স রোডে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা রিপনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে অভি ও মহেশখালী থেকে সজিবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় রিপনের কাছ থেকে একটি, অভির কাছ থেকে আটটি ও সজিবুলের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, মূলত রিপনই মোটরসাইকেল চুরি করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কম দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি ও অভির বিরুদ্ধে ৫টি মোটরসাইকেল চুরিসহ মারামারির মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রিপনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অনেক মামলা রয়েছে। তিনি যতবারই ওই মামলায় চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে আসতেন, সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করে কুমিল্লায় নিয়ে অভির কাছে ২৫ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি করে দিতেন। এর পর কুমিল্লা থেকে ফেরার পথে মিরসরাই ও সীতাকুণ্ডের হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে থাকা বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল চুরি করে মহেশখালী নিয়ে সজিবুলের কাছে বিক্রি করতেন।

এসআই জানান, মহেশখালীতে তার শ্বশুরবাড়ি। সেখান থেকে আবার ফেরার পথে সাতকানিয়া, লোহাগাড়া, কেরানীহাট ও পটিয়ার শান্তিরহাট বাজার থেকে মোটরসাইকেল চুরি করে কুমিল্লায় নিয়ে বিক্রি করতেন। তার কাছে একটি মাস্টার চাবি পেয়েছে পুলিশ। মূলত যেসব মোটরসাইকেল কম দামি ও লক দুর্বল, সেগুলোই ছিল তার টার্গেট।

আরও পড়ুন

×