কটিয়াদীতে বাসচাপায় আইনজীবী নিহত, সড়ক অবরোধ

শাহানশাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০০:২৩ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০২:১৩
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস চাপা দিলে শাহানশাহ (৩০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে এলাকাবাসী বাসটি ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে এবং মহা সড়কটি অবরোধ করে রাখে। কটিয়াদী থানার ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ এক ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত শাহানশাহ কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের ফারুকে আজমের ছেলে ও কিশোরগঞ্জ আদালতের আইনজীবী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ কোর্টের উদ্দেশ্যে রওনা দেন শাহানশাহ। পথে মহাসড়কের মধ্যপাড়া নামক স্থানে অনন্যা সুপার নামের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ খবরে এলাকাবাসী বাসটি ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে এবং মহা সড়কটি অবরোধ করে রাখে। পরে পরিবহনের মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপীও ঘটনাস্থলে যান। এরপর কটিয়াদী থানার ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ এক ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে ফাড়িঁর ইন চার্জ নাছির উদ্দিন মজুমদার বলেন, ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- কটিয়াদী