রঙ মিস্ত্রী হত্যা মামলায় পেস্টিং মামুনসহ তিনজন গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৪:৫৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৫:০৫
খুলনার রঙ মিস্ত্রী ইমন শেখ হত্যা মামলার আরেক আসামি মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকার শাহিনুর মসজিদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামুনকে আশ্রয় দেওয়ায় মাদক কারবারি চিংড়ি পলাশের স্ত্রী পারভীন সুলতানা টিকলি ও ভায়রা সেলিমকে আটক করা হয়েছে। তাদের কাছ এক হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, গত ৫ অক্টোবর রাতে নগরীর গোবরচাকা এলাকায় ইমন শেখ হত্যাকাণ্ডের শিকার হন। ওই রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, শনিবার রাতে মামলার ৪ নম্বর আসামি মামুন হাওলাদার ওরফে পেস্টিং মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুনের বিরুদ্ধে একটি দস্যুতা, দুইটি মারামারিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে মামুন জানান, তিনি মাদক কারবারি পলাশ ওরফে চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করেন। বাড়িতে অভিযান চালিয়ে পলাশের স্ত্রী পারভীন সুলতানা টিকলি ও পলাশের ভায়রা সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার টিকলির বিরুদ্ধে একটি মামলা রয়েছে। চিংড়ি পলাশের বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১২টি মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের ঘটনায় সোনাডাঙ্গা থানায় পৃথক চারটি মামলা হয়েছে বলে জানান কেএমপির কমিশনার।
- বিষয় :
- খুলনা
- হত্যা মামলা
- গুলি উদ্ধার
- গ্রেপ্তার